|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি : ভাটপাড়া পুরসভায় পুরবোর্ড গঠনে আরও একধাপ এগোল তৃণমূল, ২১ জনেরও বেশি কাউন্সিলর বিজেপি ছেড়ে ফের তৃণমূলে, দাবি জ্যোতিপ্রিয়র।
অর্জুন সিংহের গড় ভাটপাড়া পুরসভায় পুরবোর্ড গঠনে আরও একধাপ এগোল তৃণমূল। দীপাবলির পরেই অনাস্থা প্রস্তাব আনতে পারে তারা। আজ বিজেপির আরও দুই কাউন্সিলরের বিধানসভায় গিয়ে তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা। লোকসভা ভোটের পর উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুরসভায় দলবদল শুরু হয়। যার জেরে ভাটপাড়া পুরসভা বিজেপির দখলে যায়। গতকাল বিজয়া সম্মিলনী উপলক্ষে ভাটপাড়ায় দলীয় সভায় যোগ দিয়ে জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, ভাটপাড়ার ২১ জনেরও বেশি কাউন্সিলর বিজেপি ছেড়ে ফের তৃণমূলের সঙ্গে চলে এসেছেন।