|
---|
উজির আলী, চাঁচল: ১৭ অক্টোবরশ্রেণী সংগ্রামের উপর ভর করে কমিউনিস্ট পার্টি পা দিল ১০০ বছরে। কমিউনিস্ট দলের জন্মের ১০০ বছরকে স্মরণ করেছে সারা রাজ্যের সাথে মালদহের চাঁচলেও। বৃহস্পতিবার কমিউনিস্ট দল গুলির পক্ষ থেকে চাঁচল ও তার পাশাপাশি ব্লক এলাকা গুলিতে পালিত হল শতবর্ষের অনুষ্ঠান। এদিন কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয় চাঁচলে। শতবর্ষ উৎযাপনকে ঘিরে ছিল বিশেষ উন্মদনা। এদিন মূল কার্যালয মুজাফর আহমেদ ভবন থেকে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলি পরিক্রমা করে ও পথ সভাও করে বলে খবর।
এদিন দলীয় পতাকা উত্তোলনের করেন সিপিআইএমের প্রবীণ কমরেড তথা চাঁচল বিধানসভার প্রাক্তন বিধায়ক নজমুল হক। চাঁচলের পাশাপাশি ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলিতেও শতবর্ষের পতাকা উত্তোলিত হয় বলে খবর।