|
---|
বাচ্চাদের মধ্যে ঝামেলা নিয়ে সংঘর্ষে গুলি বিদ্ধ দুই ভাই
আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ: মানুষের ক্রোধ কতদূর পর্যন্ত পৌঁছাতে পারে সেটা দেখা গেলো মুর্শিদাবাদ জেলার লাগলোলা থানার সিতেশ নগর গ্রামে। পরিবারে ৭ জন ভাই সকলের বিয়ে হয়ে গেছে, আছে নিজ নিজ সংসার। কিছুদিন আগে পরিবারে বাচ্চাদের মধ্যে সাধারণ একটু ঝামেলা হয়, ঝামেলা বাচ্চাদের মধ্যে থেকে তাদের পিতাদের মধ্যে লেগে যায়, হঠাৎ করে ওয়াসিকুল নামের এক ভাই ঘর থেকে পিস্তল বের করে হাবিল শেখ নামক ভাইয়ের বুকে ধরে নেই। হাতে পিস্তল দেখে হাবিল শেখ থতমত খেয়ে যায় এবং পিস্তল নিয়ে কারা কারি শুরু হয়ে যায়। হঠাত করে ওয়াসিকুল নিজের পায়ে গুলি চালিয়ে দেই, সেই একই গুলো তার পা থেকে বেরিয়ে হাবিলের পায়ে আঘাত করে।
দুজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে হাবিলের পা অপারেশন করে এবং ডাক্তার বলে গুলি হার পর্যন্ত পৌঁছে গেছে। আর যেই ভাইয়ের পিস্তক অরফে ওয়াসিকুল কে একটি নার্সিং হোমে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পিস্তল কথা থেকে পেয়েছে তা নিয়ে যাচাই চলছে বলে জানায় লালগোলা থানার পুলিশ।
যদিও পরিবারের তরফে জানানো হয় যে বাচ্চাদের মধ্যে ঝামেলা নিয়ে বিবাদ সৃষ্টি হয় কিন্তু প্রতিবেশীর কাছে জানা গেলো অন্য বিষয়।
দুই ভাই চেন্নাই শহরে কাজ করে, লকডাউনের কারণে যানবাহন ব্যবস্থা বন্ধ থাকায় তাঁরা গ্রামের ছেলে দের নিয়ে বাসে আসার সিদ্ধান্ত করে। বড় ভাই ওয়াসিকুল ২ লক্ষ ১০ হাজরা টাকা করে নিজের লোকেদের জন্য একটা বাস ভাড়া করে ও ছোট ভাই হাবিলের জন্য একটা বাস ভাড়া করে। কোনো রকম করে হাবিল বাস মালিকের কাছ থেকে জানতে পেরে যায় যে বাসের আসল ভাড়া ১ লক্ষ ৭৫ হাজার। অর্থাৎ একটা বাস পিছু ৩৫ হাজার টাকা বেশি নিয়েছে বড় ভাই ওয়াসিকুল, এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঈদের আগে থেকে বিবাদ চলছে বলে জানা যায়। তার মধ্যেই এত বড় দুর্ঘটনা ঘটে গেলো।