|
---|
সেখ সামসুদ্দিন : মেমারি থানার নিমো ১ পঞ্চায়েত এলাকায় জিটিরোডে এক দুর্ঘটনায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তি নিমো গ্রাম নিবাসী লক্ষ্মী কর্মকার, আনুমানিক বয়স ৫৫ বছর। ঘটনা প্রসঙ্গে জানা বিকাল তিনটা নাগাদ নিমো থেকে মটরসাইকেলে পিছনের আসনে বসে রসুলপুরের দিকে যাওয়ার পথে সামনে একটি গরু এসে যাওয়ায় মটরসাইকেলে ব্রেক দিলে পিছন থেকে একটি লরী ধাক্কা মারলে তিনি ব্যালেন্স হারিয়ে ডানদিকে পড়ে লরীর পিছনের চাকায় পিষ্ট হন এবং বাইক চালক তাতারপুর নিবাসী হিরন্ময় ঘোষ রাস্তার বামধারে ছিটকে পড়ে অল্পবিস্তর আঘাত পান। খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। লরী পালিয়ে যায়, সংবাদ লেখা পযর্ন্ত আটক করা যায়নি। মৃত ব্যক্তির এলাকায় আমিন হিসাবে সুনাম ছিল।পরিবারে রেখে গেলেন স্ত্রী সহ দুই পুত্র। তার এই অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই ঘটনায় মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, নিমো ১ গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম কৈবর্ত ও অঞ্চল সভাপতি জগদীশ সরকার দুঃখ প্রকাশ করেন।