লকডাউনের ফলে তন্তু শিল্পীদের দুরবস্থা বসোয়া গ্রামে ।

সৌগত মন্ডল,নতুন গতি,রামপুরহাট:-করোনা ভাইরাস এর জন্য আজ প্রায় দেড় মাসের ওপর লকডাউন জারি করা হয়েছে রাজ্যে । যার ফলে সরকারি-বেসরকারি অফিস, স্কুল-কলেজ, বাজার-হাট থেকে দোকানপাট সব বন্ধ, কর্মহীন হয়ে পড়েছে মানুষ । এখন একদিকে পেটের টান অন্যে দিকে আর্থিক দুরবস্থা । বসোয়া গ্রাম প্রধানত, তাঁতী প্রধান গ্রাম ,তাঁত শিল্পের উপর রুটিরুজি । আজ প্রায় দীর্ঘদিন ধরেই তাঁত শিল্প অচল হয়ে পড়েছে নেই মালের আমদানি ও রপ্তানি । তাঁত শিল্পী রঞ্জিত দাস ও পরেশনাথ দাস জানান, “আমাদের কলকাতা বাজার যতদিন না খুলবে আমরাও ততদিন অচল ।অর্থাৎ ,আমাদের তাঁত শিল্পের সামগ্রী অর্থাৎ তানা,ভরনা, এই সবকিছুই আমরা এখন একদমই পাচ্ছিনা,অন্যদিকে আমাদের মহাজনকে টাকা চাইলে মহাজন এখন মুখ ফিরিয়ে দিচ্ছে । পাচ্ছিনা কোন আর্থিক সহায়তা রাজ্য ও কেন্দ্র থেকে । আগামী দিনে লকডাউন আরো কয়েকদিন বেড়ে গেলে আমরা খুবই সংকটে পড়ে যাবে” ।