বীরভুমের সিউড়িতে দিন দুপুরে জ্বলছে আলো

    খান আআরশাদ, সিউড়ি —

    বীরভূমের সিউড়িতে দিন দুপুরে জ্বলছে আলো। নেই কোন সরকারী হেলদোল। এই গ্রীস্মে বহু মানুষের বাড়ীতে ফ্যান, ফ্রিজ, এসি চলে। এই সময়টাতেই বেশি বিদ্যুৎ খরচ হোয়ে থাকে। যার ফলস্বরূপ বিদ্যুতের ঘাটতিও দেখা যায় এই সময়। গ্রীষ্মকালে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হওয়া নিরবিচ্ছিন্ন কোন ঘটনাও নয়। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটে নাকাল সাধারণ মানুষ চোখ বুজে সব সহ্যও করে নেন। কিন্তু এব্যাপারে কোন সরকারী হেলদোল না থাকলেও সাধারণ মানুষের উৎকন্ঠা বাড়ছে । বিদ্যুৎ সংকটের সময়ও দিনের বেলায় বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজ যাওয়ার রাস্তায় সিউড়ি পুলিশ কোয়ার্টারের বাউন্ডারির ভেতর বাতিস্তম্ভে আলো জ্বলতে দেখা গেলো। বিদ্যুৎ সংকট সত্ত্বেও দিনদুপুরে এভাবে বিদ্যুৎ অপচয় হওয়ায় ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে। কারণ বিদ্যুতের অপচয় হলে মাশুল সাধারণ মানুষকেই দিতে হয়।এমনিতেই বিদ্যুতের বিল নিয়ে সাধারণ মানুষের নাকাল অবস্থা। এরওপর এভাবে বিদ্যুতের অপচয় সাধারণ মানুষ মেনে নিতে পারছেননা।