সাংবাদিক নিগ্রহের জেরে বীরভূমে সাসপেন্ড এক পুলিশ অফিসার

নিশির কুমার হাজরা, বীরভূম : এক সৎ ও নির্ভিক সাংবাদিক ভবানী প্রসাদ রায়, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নিউজ করতে গেলে তাকে তারাপীঠ থানার পুলিশ ও এক সিভিক ভলেন্টিয়ার অন্যায় ভাবে থানায় নিয়ে গিয়ে অত্যাচার চালায়, মেরে হাতের কনুই ফাটিয়ে দেওয়া হয় ওই সাংবাদিকের। ফলে অসুস্থ হয়ে পড়ে সাংবাদিক। অবশেষে কয়েক ঘন্টার মধ্যে ছড়িয়ে পড়ে খবর, প্রতিবাদে মুখর হয় প্রেস। সংবাদের জেরে সাসপেন্ড করা হয় ঐ পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়ার কে বলে সূত্রের খবর।

    প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগে কলকাতার ব্যারাকপুরে আর এন আই প্রাপ্ত সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত আইনজীবীর হাতে হেনস্তা ও প্রাণে মেরে ফেলার চক্রান্তের শিকার হয়েছিলেন। তারপরেই বীরভূমের এবিপি আনন্দের সাংবাদিক শ্রী গোপাল চট্টোপাধ্যায় এর বাড়িতে প্রাণে মেরে ফেলার জন্য গভীর রাত্রিতে বোমাবাজির ঘটনাঘটে। তার কয়েক সপ্তাহ না যেতেই কৌশিকী অমাবস্যায় তারাপীঠ থানার ভিতরে চিত্রসাংবাদিক ভবানীপ্রসাদ রায় পুলিশের হাতে আক্রান্ত হলেন। এর থেকে লজ্জা জনক ঘটনা কোন রাজ্যে ঘটেছে বলে রাজনৈতিক কোন ও নেতার জানা নেই। একথা জানান বিশিষ্ট প্রসার ভারতীর সাংবাদিক।