মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুমে শীতবস্ত্র প্রদান করা হল।

লুতুব আলি, ৮ ডিসেম্বর : মরহুম গোলাম আহমদ মোর্তজা সাহেব প্রতিষ্ঠিত মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুমে আট ডিসেম্বর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করা হল। মেমারি শহর ও মেমারি থানার প্রায় ৩০ টি গ্রাম থেকে পাঁচ শতাধিক দুস্থ মানুষেরা বিনামূল্যে কম্বল পেলেন। উদ্যোক্তা মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম। মেমারির এই ঐতিহ্যপূর্ণ মাদ্রাসাটি রাজ্যব্যাপী জনসেবা মূলক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে কাজ করছে। জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম এর অধ্যক্ষ কারী শামসুদ্দিন আহমাদ জানান, চলতি শীত মৌসুমের এটি দ্বিতীয় কর্মসূচি। আজ ই বিকালে বর্ধমান শহরের কোমল সায়র সংলগ্ন এলাকায় দ্বিতীয় দফার কর্মসূচি রাখা হয়েছে। এখানেও প্রায় পাঁচশত দুস্থ মানুষদের বিনামূল্যে কম্বল দেওয়া হবে। বর্ধমান শহর ও সংলগ্ন বস্তি এলাকার মানুষেরা এই সহায়তা পাবেন। শামসুদ্দিন সাহেব আর ও জানান, কলকাতা শহর, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, সাগর, বাসন্তী, ক্যানিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই শীতবস্ত্র প্রদানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়ার সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মোঃ ইয়াসিন, মাদ্রাসার সহ-সভাপতি হাজী আব্দুল মোমিন, বিশিষ্ট সমাজসেবী শেখ সবুর উদ্দিন, শীতবস্ত্র প্রদানকারী আর্থিক সহায়তা র প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমুখ।