রাজনগর আইডিয়াল একাডেমিতে সাড়ম্বরে বার্ষিক অনুষ্ঠান পালন

সংবাদদাতা : দক্ষিণ ২৪পরগনার কুলপি থানার অন্তর্গত রাজনগর গ্রামে প্রতিষ্ঠিত “রাজনগর আইডিয়াল একাডেমি”-র পরিচালনায় সাড়ম্বরে পালিত হলো মহতি অনুষ্ঠান। উপস্থিত ছিলেনএদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক নজরুল পাইক,কুলপি ব্লকের সহ-সভাপতি নাসির উদ্দিন বলদিয়া, বিশিষ্ট সমাজসেবী ডাক্তার আকবর আলী মোল্লা, ডাক্তার জাকির হোসেন চাপরাশি, ডাক্তার মারুফ হোসেন বলদিয়া, সমাজ সেবিকা আম্মাজান কাজী, শিক্ষাবিদ জাহির হোসেন চাপরাশি প্রমুখ।একাডেমির শিক্ষার্থীদের অভিভাবক ও অভিভাবিকা দের নিয়ে একাডেমি কর্তৃপক্ষের আলাপ-আলোচনা।ও এলাকার সমাজসেবা সহ বিভিন্নভাবে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাঁদের কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মান জানানো হয়।সমগ্র অনুষ্ঠানের ছাত্র-ছাত্রীদের আবৃত্তি, হাদিস ও দোয়া পাঠ, ইংরেজি বক্তব্য, নাটক ইংরেজি ব্যাকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ছিল চোখে পড়ার মত।এছাড়া লায়ন্স হাসপাতালের সহযোগিতায় একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।এদিন প্রতিষ্ঠানের ডাইরেক্টর মাওলানা রফিকুল ইসলাম ফাতেহি তার বক্তব্যে বলেন : প্রতিষ্ঠানটি মূলত: তিনটি ভাবে তাদের কর্মকান্ড চালায়। (১) একাডেমি(২) ইয়াতিমখানা,গরীব দুঃস্থ মহিলাদের বিবাহ দেওয়াএছাড়া এলাকার মানুষের সুবিধার্থে জানুয়ারি থেকে দাতব্য চিকিৎসালয় শুরু হওয়ার কথা জানানো হয়। এখানে প্রতি বৃহস্পতিবার ১০ টাকার বিনিময়ে ঔষধ সহ চিকিৎসা পরিষেবা দেয়া হবে।এদিন অনুষ্ঠানটি নিপুণভাবে পরিচালনা করেন একাডেমীর প্রতিষ্ঠাতা ও ডাইরেক্টর মাওলানা রফিকুল ইসলাম ফাতেহি।