|
---|
শুভ চক্রবর্তী,পশ্চিম মেদিনীপুর: শুধুমাত্র সন্দেহের বশে স্ত্রীকে নৃশংস ভাবে মেরে ফেলার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত নয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রীর সাথে পর-পুরুষের বিবাহ বাহির্ভূত সম্পর্ক রয়েছে,এমন সন্দেহ করে দিনের পর দিন স্বামী শক্তি দাস ও স্ত্রী বুল্টি দাসের মধ্যে অশান্তি চলতো।
বুধবার বিকেল নাগাদ স্বামী কাজ থেকে ফিরে তাঁদের মধ্যে ফের অশান্তি শুরু হয়। বিবাদ চরমে উঠলে এদিন রাত্রি প্রায় দশটা নাগাদ বাড়িতে থাকা লাঠি দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর শুরু করেন স্বামী।সেই লাঠির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বুল্টি।এরপর তাঁকে প্রতিবেশীরা পিংলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
ঘটনার পরেই স্থানীয়রা পিংলা থানায় খবর দিলে, পুলিশ এসে ওই গৃহবধূর দেহ উদ্ধার করে। বৃহস্পতিবার গৃহবধূর দেহ খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।ঘটনার পরেই পিংলা থানার পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার ধৃতকে মেদিনীপুর জেলা আদালতে পেশ করা হবে,এমনটাই পিংলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।