সচিত্র পরিচয় পত্র এসহ বিভিন্ন দাবিতে মিছিল করে পৌরসভায় স্মারকলিপি প্রদান টোটো চালকদের

ময়নাগুড়ি,৭ই ডিসেম্বর:-সি আই টি ইউ অনুমোদিত জলপাইগুড়ি জেলা ইরিক্সাচালক ইউনিয়নের পক্ষ থেকে বুধবার ময়নাগুড়ি শহরের পৌরসভার পৌরপতির নিকট প্রত্যেক টোটো চালকদের অবিলম্বে পরিচয় পত্র প্রদান,শহরের নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানো নামানোর জন্য টোটোস্ট্যান্ড এর ব্যবস্থা, যানজট রোধে শহর ও গ্রামীণ এলাকার মধ্যে চলাচল করা টোটো চালকদের চলাচলের এলাকা নির্দিষ্টকরণ, ৬০ বছর অতিক্রান্ত হয়ে যাওয়া টোটো চালকদের প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করেন টোটো চালকরা।

    ময়নাগুড়ি দুর্গা বাড়ি মোড় থেকে মিছিল করে ময়নাগুড়ি নতুন বাজার,পুরাতন বাজার ঘুরে ময়নাগুড়ি পৌরসভায় পৌঁছন টোটো চালকরা।

    জেলা ই রিক্সা ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিআইটিইউ নেতৃত্ব কান্তি রাহা, স্বপন সরকার, অপূর্ব রায় , চিন্ময় রায় সহ অন্যান্য শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ জানান পরিচয় পত্র সহ পৌরসভার চেয়ারম্যানের নিকট যে দাবিগুলি পেশ করা হয়েছে তা অবিলম্বে পূরণ করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা