|
---|
নিজস্ব প্রতিবেদক:- মালদার চাঁচল থানার দেবীগঞ্জ গ্রামে কার্তুজ তৈরির কারখানার হদিস। উদ্ধার ৩৮ টি কার্তুজ ও কার্তুজ তৈরির বিভিন্ন সরঞ্জাম। সন্তোষ কর্মকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমান কার্তুজ। ঘটনায় আর কারা যুক্ত রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ীর অভিযোগ তৃণমূলের প্রশ্রয়ে দুষ্কৃতির প্রভাব বেড়ে গেছে। বারুদের স্তুপে দাঁড়িয়ে আছে মালদা। অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বক্তব্য, মালদা যদি বারুদের স্তুপে থাকতো তাহলে বিজেপি স্বাধীনভাবে রাজনীতি করতে পারতো না।