|
---|
নূর আহমেদ : বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ মেমারি কলেজের নবীন বরন ও বার্ষিক অনষ্ঠান শঙ্কধনি ও প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনষ্ঠানের সূচনা হয়। অনষ্ঠানের প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের বরন করার পাশাপাশি নাচ গান আবৃত্তি হয়। উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী, মেমারি বিধান সভার বিধায়ক মধুসূধন ভট্টাচার্য, পৌরসভার উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত, জেলার পুলিশ সুপার কামনা শীষ সেন, এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী, ওসি সুদিপ্ত মুখার্জী প্রমুখ। ৭ জন সাংবাদিকে সংবর্ধনা দেওয়া হয়। অধ্যক্ষ জানান, দেশমাতা থেকে শুরু করে বিভিন্ন রকমের ষ্টল বসেছে। এই অনুষ্ঠান আগামীকাল পযর্ন্ত চলেবে। ১৫টি স্টল বসেছে।