|
---|
লুতুব আলি, বর্ধমান, ৮ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও দুটি স্বেচ্ছাসেবী সংস্থা র উদ্যোগে ৮ ডিসেম্বর বর্ধমান লোকসংস্কৃতি মঞ্চে অনুষ্ঠিত হলো মিস্টার ওয়েস্ট বেঙ্গল ও ফিট কপ চ্যালেঞ্জ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রণজ মুখোপাধ্যায় বলেন, রাজ্যে এই প্রথম এক অভিনব প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। পুলিশ সুপার কামনাশিস সেন জানান, রাজ্যের বিভিন্ন জেলা থেকে পুলিশ কর্মীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পুলিশ কর্মীদের জন্য প্রতিযোগিতা ছিল ফিট কপ। সাধারণ বিভাগের জন্য মিস্টার ওয়েস্ট বেঙ্গল। শরীরকে রোগ মুক্ত করতে গেলে প্রতিনিয়ত শরীর চর্চা করা আবশ্যিক। সর্বস্তরের মানুষকে এই বার্তা দেওয়ার জন্য এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিনের প্রতিযোগিতায় ২৫০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগিতার বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগীদেরও সম্মান প্রদর্শন করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায়, ডিএসপি ২ রাকেশ চৌধুরী, বর্ধমান থানার আই সি সুখময় চক্রবর্তী প্রমুখ।