গলসি ১ নং ব্লকের মানকরে বইমেলার উদ্বোধন

আজিজুর রহমান, গলসি : পশ্চিমবঙ্গ সরকারের জন শিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা ৬ ষষ্ঠ বইমেলা আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার। ওইদিন  গলসি ১ নং ব্লকের মানকরের লক্ষী রাইসমিল মাঠে শুভ উদ্বোধন করা হয়। প্রদীপ পোজ্জলনের মধ্য দিয়ে মেলার সুচনা করেন সাহিত্যিক কিন্নর রায়। উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, বিধানসভার ডেপুটি স্পিকার আসিস বন্দ্যোপাধ্যায়, প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, সাহিত্যিক কিন্নর রায়। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ সভাধিপতি দেবু টুডু, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাম শংকর মন্ডল সহ জেলার বিধায়ক গন। তাছাড়াও উপস্থিত ছিলেন  গলসি ১ নং ব্লকের বিডিও দেবলীনা দাস সহ অসংখ্য বইপ্রেমী মানুষ। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন, ৬ ই ডিসেম্বর থেকে আগামী ২০ ফেব্রুয়ারী প্রযন্ত ওই মেলা চলবে। ভারতের প্রথম ও আদর্শ শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জীবনাদর্শনকে থিম করা হয়েছে ওই মেলায়। তার আশা মফস্বলের বহু বইপ্রমী মানুষ এই মেলায় আসবেন। তিনি বলেন, মেলা মানু‌ষের মধ্যে ঐক্য আনে। জানা গেছে, ডিসেম্বর প্রতিদিন বেলা সাড়ে বারোটা থেকে সন্ধা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকবে মেলা। তাছাড়াও  জানতে পারা গেছে, বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বইমেলার পরিসমাপ্তি ঘটবে।