|
---|
সংবাদদাতা : সাগরদিঘী থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় সুমিত বিশ্বাস মহাশয়ের জন্মদিন এবং এই দিনটিকে স্মরণীয় করতে এক অভিনব উদ্যোগ নিল সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট। ট্রাস্ট এর পক্ষ থেকে স্যারের জন্মদিন কে উদ্দেশ্য করে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়, এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদিঘি ব্লকের বি.ডি.ও মাননীয় সুরজিৎ চ্যাটার্জী মহাশয়, বি.এম.ও. এইচ মাননীয় এম.ডি শামীম মহাশয়, সাগরদিঘী এস.এন. উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার তামিজুদ্দিন মল্লিক মহাশয় , শচীন পাল, রবিন দত্ত, অরূপ মন্ডল, পরিতোষ বন্দ্যোপাধ্যায়, মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ, এছাড়াও আমন্ত্রিত ছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও। শিবিরে প্রায় 32 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। পাশাপাশি বিকেলবেলা নাগাদ একটি আদিবাসী গ্রামে গিয়ে সেখানকার বাচ্চাদের মিষ্টির প্যাকেট বিতরণ করা হয় ও রাত্রিবেলায় সাগরদিঘী এলাকায় শীতার্ত পথচারী ব্যক্তিদের কিছু শীত কম্বল বিতরণ করা হয় । কর্মসূচি সম্পর্কে ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানান যে সুমিত স্যার আমাদের সকলের খুব প্রিয় মানুষের মধ্যে একজন এবং সাগরদীঘিতে থাকাকালীন তিনি আমাদের বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করার জন্য অনুপ্রেরণা জাগিয়েছেন এছাড়াও যখনই কোন মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন হতো আমরা স্যার কে জানা নেই স্যার যেকোনোভাবে আমাদের রক্তের ব্যবস্থা করে দিয়েছেন। তাই স্যারের এই জন্মদিনকে স্মরণীয় করতেই আমাদের এই উদ্যোগ।