উদার আকাশ প্রকাশনের ১৮৩ নম্বর স্টলের উদ্বোধন করলেন লেখক ড. মইনুল হাসান

নিজস্ব সংবাদদাতা : ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় উদার আকাশ প্রকাশনের ১৮৩ নম্বর স্টলের উদ্বোধন করলেন লেখক ও সাবেক সাংসদ ড. মইনুল হাসান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘অন্য গাঁয়ের আখ্যান’ গল্প সংকলনের লেখক ডাঃ মোঃ আবেদ আলি, সাহিত্যসেবক হাবিবুর রহমান।

    আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার ১ নম্বর গেটের একদম কাছেই ‘উদার আকাশ’-এর স্টল। উদার আকাশ প্রকাশনের সব গ্রন্থের সঙ্গে থাকছে গবেষণামূলক কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ও পত্রিকার বিশেষ সংখ্যা। এ পর্যন্ত উদার আকাশ থেকে প্রকাশিত সমস্ত কাব্যগ্রন্থ, প্রবন্ধ সংকলন, উপন্যাস ও গল্প সংকলনের বইগুলো পাওয়া যাচ্ছে। আর থাকছে উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত বিশিষ্ট লেখকদের বেস্ট সেলার বইগুলো। ওপার বাংলার জনপ্রিয় প্রকাশন সংস্থা ‘স্বপ্ন ৭১’-এর ভারতের একমাত্র পরিবেশক উদার আকাশ। তাই থাকছে তাদের নির্বাচিত ৫২টি গ্রন্থের সম্ভার।
    খুব ঘরোয়াভাবে ১৯ জানুয়ারি ২০২৪ আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ‘উদার আকাশ’ স্টল ১৮৩ উদ্বোধন হয়। উদার আকাশ পত্রিকা ও প্রকাশন সংস্থার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমেদ বলেন, সুস্থ সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশে পাঠক দরবারে সমাদৃত হবে উদার আকাশের প্রয়াস। এবছর উদার আকাশ প্রকাশন থেকে ২১টি নতুন গ্রন্থ প্রকাশ হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রেস কর্নারে ‘ইসলামের পরিচয়’ গ্রন্থের জন্য উদার আকাশের তরফে ‘আল্লামা ড. মুহাম্মদ ইকবাল স্মৃতি পুরস্কার’ প্রদান করা হবে ইসলামবেত্তা জনাব মহিউদ্দিন সরকারকে। ওই দিন কাজী নজরুল ইসলাম-এর লেখা দেশাত্মবোধক নজরুল গীত পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পীবৃন্দ।