চলে গেলেন কৃষ্ণনগর উত্তরের জনপ্রিয় বিধায়ক অবনীমোহন জোয়ারদার

চলে গেলেন কৃষ্ণনগর উত্তরের জনপ্রিয় বিধায়ক অবনীমোহন জোয়ারদার

    শরিফুল ইসলাম, (নদীয়া) নতুন গতি :

    চলে গেলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা প্রাক্তন আমলা, কৃষ্ণনগরের বিধায়ক অবনীমোহন জোয়াদার l মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর l আজ, শুক্রবার, ভোরে সল্টলেকের নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে পরলোক গমন করেন তিনি l

    কৃষ্ণনগর (উত্তর) বিধানসভা ক্ষেত্র থেকে তৃণমূলের টিকিটে ২০১১’ প্রথম বার নির্বাচিত হন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার সদস্য হিসাবে পশ্চিমবঙ্গের করামন্ত্রকের দায়িত্ব পালন করেন তিনি l পরবর্তী কালে স্বাস্থ্যের কারণে মন্ত্রিত্বে অব্যহতি নেন l

    অবনীমোহন জোয়ার্দারের মৃত্যুর সংবাদে গোটা রাজ্য তথা তাঁর জেলা শহরে নেমে আসে শোকের ছায়া l

    বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলার তৃণমূলের নেতা, কর্মী সমর্থক, এলাকার শুভানুধ্যায়ী তাঁর বাড়িতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন l
    একে একে উপস্থিত হন রাজ্য’ মন্ত্রী সভার সদস্য ও জেলার দলীয় নেতৃত্ব রত্না ঘোষ, উজ্জ্বল বিশ্বাস সহ একাধিক বিধায়ক l
    শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বলেন,”অবনীদা ছিলেন তৃণমূলের একটা স্তম্ভ l আমরা হারালাম একজন রাজনৈতিক অভিভাবক l “