কাটোয়ার নন্দীগ্রামের রায় পরিবারের জগদ্ধাত্রী পূজায় মেতে ওঠেন মানুষ

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ কাটোয়ার নন্দীগ্রামের রায় পরিবারের জগদ্ধাত্রী পূজায় মেতে ওঠেন মানুষ। এ যেন তাঁদের কাছে শারদোৎসব। নন্দীগ্ৰামে রায় পরিবারের জগদ্ধাত্রী পূজা এইবার ৫২ বছরে পড়লো। স্থানীয় বাসিন্দার কাছে শোনা যায়,নন্দীগ্ৰামে রায় পরিবারে জমিদারি ছিল। শোনা যায় তখন বর্ধমান জেলার ধেয়া পরগনার বেশকিছুটা লাভ করেছিল নন্দীগ্ৰামে রায় পরিবার।৫২ বছর আগে রায় পরিবারের রেনুপদ রায়ের স্ত্রী দিনতারিনি দেবী মা জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ পেয়ে পূজা শুরু করেন। সেই মোতাবেক১৯৬৬ সাল থেকে চলছে এই জগদ্ধাত্রী পূজা। এই বছর ৫২ তম বর্ষে পদার্পন করলো এই পূজা।পরিবারের বর্তমান প্রজন্মই চালাচ্ছেন এই পূজা।পূজা উপলক্ষ্যে গ্রামে মেলা বসে এবং বাড়িতে বাড়িতে আত্মীয় পরিজন আসেন এই পূজাতে। সময় পাল্টেছে পরিস্থিতি পাল্টালেও কিন্তু পূজা তে কোনো পরিবর্তন হয়নি। সেই প্রাচীন রীতি মেনে আজও পূজা করা হয় বকে জানালেন রায় পরিবারের সদস্য গৌতম রায়,বাপী রায় ও খোকন রায়। সপ্তমী, অষ্টমী, নবমীর পূজা একদিনেই করা হয়। পূজার বিশেষ আকর্ষণ হলো কুমারী পূজা। দশমীতে রায় পরিবার মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। পূজা উপলক্ষ্যে রায় পরিবারের পক্ষ থেকে গ্রামবাসীদের মায়ের ভোগ হিসাবে ভাত,ডাল তরকারি, মাছ, পায়েস ও মিষ্টি খাওয়ানো হয়। এই পূজাকে কেন্দ্র করে গ্রামে উৎসবের আমেজ এসে যায়। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বাউল গানের আয়োজন করা হয়েছে।