|
---|
নতুন গতি, মালদা : গত রবিবাসরীয় সন্ধ্যায় মালদা টাউন হলে শহরের রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংগঠন “গানের খেয়া”র প্রথম নিবেদন অনুষ্ঠিত হল। আকাশবানী ও দূরদর্শনের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মানবী ঘোষের ছাত্রছাত্রীদের নিয়ে এই সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠেছে।
“দাঁড়াও মন অনন্ত ব্রক্ষ্মান্ড” শীর্ষক মনোজ্ঞ গানের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয় । এদিনের অনুষ্ঠানে শুরু থেকেই দর্শক সমাগম ছিল লক্ষনীয়। শিল্পীরা চোদ্দটি রবীন্দ্রসঙ্গীতের সমন্বয়ে গীতিমালা “আনন্দ তুমি স্বামী” পরিবেশন করে ।অনুষ্ঠানের শুরুতে একক আবৃত্তি পরিবেশন করে দর্শকদের নজর কাড়েন মালদার প্রখ্যাত বাচিক শিল্পী তথা শিক্ষিকা মৌসুমী ঘোষ দাস। এই গীতিমালায় ভাষ্য পাঠের সঙ্গে সঙ্গে কখনো একক, কখনো সমবেত রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হয় “গানের খেয়া”র সদস্যদের দ্বারা। সংস্থার প্রায় সকলেই ভালো সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন ।অনুষ্ঠানের শেষলগ্নে মানবী ঘোষ দুটি সঙ্গীত পরিবেশন করেন এবং গীতিমালায় যন্ত্রানুসঙ্গে সহযোগিতা করেন সিন্থেসাইজারে কলকাতা থেকে আগত দেবাসিস সাহা, তবলায় গৌতম চৌধুরী , প্রলয় রায়, গীটারে চিরঞ্জিত দাস। গীতিমালার ভাষ্য রচয়িতা হলেন ত্রিদিব সান্যাল। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে অতিথি শিল্পী অল ইন্ডিয়া রেডিওর এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেবপ্রতিম রায়ের সেতার বাদন।এই অনুষ্ঠানে তবলায় সহযোগিতা করেন প্রখ্যাত তবলাবাদক সুবীর অধিকারী। অসাধারণ ছিল তাঁদের যুগলবন্দী। প্রথম আত্মপ্রকাশেই “গানের খেয়া” সবার মন জয় করে নিয়েছে।উদ্যোগতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে গানের খেয়া আরও সাফল্য লাভ করবে । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুমা চ্যাটার্জি ।