|
---|
লু তুব আলি : পূর্ব বর্ধমানে উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। ৮ জুন একই দিনে পূর্ব বর্ধমান জেলায় একাধিক উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল। উদ্বোধন করেন রাজ্যের প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন মেমারি ২নং ব্লকের বিলবাড়ি ও কালনা ১নং ব্লকের সিমলন, মানিকহার, রাধানগর এবং খালিশপুরে এই পাঁচটি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। সিমলন ও মানিকহার এই দুটি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন স্বপন দেবনাথ। রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো চাঙ্গা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন উপ-স্বাস্থ্যকেন্দ্র গড়া ও স্বাস্থ্য কেন্দ্র গুলির মানকে ত্বরান্বিত করতে উদ্যোগী হয়েছেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার অব্যবহিত পর পূর্ব বর্ধমান জেলায় মোট ২২৯ টি উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে বলে পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় এই প্রতিবেদককে জানান। উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করতে গিয়ে স্বপন দেবনাথ বলেন, গ্রামের একটি লোক ও চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখতে হবে। স্বাস্থ্য সাথী কার্ড আছে এমন কাউকে যেন কোন নার্সিংহোম বা হাসপাতাল ঘুরিয়ে না দেয়। এই ধরনের অভিযোগ পেলে মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। নতুন করে স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করার সময় খুব সচেতনভাবে না করলে ভুলের কারণে অনেকে যেন স্বাস্থ্য সাথী কার্ড না পান সেদিকেও আধিকারিক সহ সকলের নজর দেয়া দরকার বলে মন্ত্রী জানান। উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের পর পূর্ব বর্ধমান জেলা পরিষদের জন স্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানান, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় এবার আমূল পরিবর্তন ঘটবে। বিলবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল প্রমুখ। উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালনা ১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সেবন্তী বিশ্বাস, এই পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, মেমারি ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাজি, এই পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু ছাড়াও বিভিন্ন ব্লকের ব্লক মেডিক্যাল অফিসার ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।