সংখ্যালঘু সেলের উদ্যোগে সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি

সেখ আজফার হোসেন, বাঁকুড়া: ১১সেপ্টেম্বর বাঁকুড়া সোনামুখী ব্লকের দুবরাজপুর গ্রামে একটি সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় এই সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচিটি শুরু হয়। এদিন বেলা ১১ টা নাগাদ বৃক্ষরোপণ বিষয়ক সেমিনারটি শুরু হয়ে চলে বেলা ১টা পর্যন্ত। বৃক্ষরোপণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেখ আজফার হোসেন।  সেমিনার শেষে দুবরাজপুর মাদ্রাসা থেকে কুণ্ডুপুষ্করুনি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার দুপাশে বৃক্ষরোপণের সূচনা সোনামুখী ব্লকের বি ডি ও দেবলীনা সর্দার। এছাড়াও উপস্থিত ছিলেন সোনামুখী থানার ওসি সামাদ আনসারী, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রনব রায়,সহ সভাপতি সামসুন্নাহার, ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি ইউসুফ মণ্ডল, ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সেখ ইউনুস সহ বিশিষ্ট জন।