|
---|
অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : বুধবার সকালে বিজেপি এর কেন্দ্রীয় সরকারের এন. আর. সি, দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থনৈতিক মন্দা সহ কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির এর বিরুদ্ধে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ধিক্কার ও প্রতিবাদ মিছিল হয়ে গেল গোপীবল্লভপুর শহর জুড়ে। এন. আর. সি এর নামে বাঙ্গালীদের উপর অত্যাচার চালাচ্ছে কেন্দ্র সরকার এই অভিযোগ তুলে আজকের এই ধিক্কার ও প্রতিবাদ মিছিল। এদিনের ধিক্কার ও প্রতিবাদ মিছিলটি গোপীবল্লভপুরের হাতিবাড়ি চক থেকে শুরু করে বটতলা চক হয়ে আবার হাতিবাড়ি চকে ফিরে এসে মিছিলের সমাপ্তি হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সভাপতি শংকর প্রসাদ হাঁসদা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির বিরোধিতা করে এই মিছিলে এতো মানুষ পা মিলিয়েছিলেন যা ছিল চোখে পড়ার মতো।