পিস্তল হাতে যুবকের ছবি ফেসবুকে ভাইরাল

মালদা, ১১ সেপ্টেম্বর: পিস্তল হাতে যুবকের ছবি ফেসবুকে ভাইরাল হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহে। ঘটনা কালিয়াচক থানা এলাকার। সেখানেই মহরমের মিছিলে এমন দৃশ্য দেখা যায়। তবে পুলিশের দাবি খেলনা পিস্তল নিয়েই ঘুরছিল যুবক।

    কালিয়াচক এমন একটি জায়গা, যা বারবারই বিতর্কের কেন্দ্রে চলে আসে। প্রায়ই আগ্নেয়াস্ত্র, বোমা এসব উদ্ধার হওয়ার খবর উঠে আসে এই এলাকা থেকে। অভিযোগ, মহরমের দিন স্থানীয় থানার ১০০মিটারের মধ্যে কালিয়াচক হাইস্কুলের রাস্তায় পিস্তল উঁচিয়ে মহরমের শোভাযাত্রার হয়। প্রকাশ্যে এমন দৃশ্য নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকার।

    ছবিটি ভাইরাল হওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। অতিরিক্ত সুপার(গ্রামীন) দীপক সরকার দাবি করেন, ‘এটি খেলনা পিস্তল। সব্যসাচী দাস নামে এক যুবক তার ফেসবুক পেজে এই ছবি পোষ্ট করে দাবি করেন ‘যুবকের নাম আক্রম। পুলিশের চোখের সামনে এই ঘটনা ঘটেছে, তারপরেও পুলিশ কর্তা নীরব’। তবে খেলনা পিস্তলও ধর্মীয় শোভাযাত্রায় প্রদর্শন করা যায় কিনা তা নিয়ে পুলিশ কর্তাদের কাছ থেকে কোনও উত্তর মেলেনি। তবে দৃশ্যটি ঘিরে বির্তক ছড়িয়েছে জেলা জুড়ে।