|
---|
সংবাদদাতা : মেমারিতে স্কুলে র্যালিতে অংশ নিয়ে অসুস্থ ৬২ জন ছাত্রছাত্রী। ধুন্ধুমার, পঞ্চায়েত অফিস ভাঙচুর। উপপ্রধানসহ তিনজন পঞ্চায়েত কর্মীকে প্রচন্ড মারধোর। ছাত্র-ছাত্রীসহ সকলেই হাসপাতালে ভর্তি। ঘটনার জেরে মেমারি থানার পুলিশ ১২ জনকে আটক করেছে। এলাকায় চরম উত্তেজনা পুলিশী টহলদারি চলছে। দুর্ঘটনস্থল পরিদর্শন করেছেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিথ কুমার মালিক। অসুস্থদের দেখতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বর্ধমান সুপার স্পেশালিটি হাসপাতাল অনাময়ে ছুটে গেছেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধারা, জেলা পরিষদের সহ-সভাপতি দেবু টুডু, জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম সহ রায়নার বিধায়ক অলোক কুমার মাজি, বর্ধমান ২নং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার প্রমুখ। ঘটনার সূত্রপাত বর্ধমান ২নং ব্লকের নবস্থা ১নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আউসা প্রাথমিক বিদ্যালয়। প্লাস্টিক বর্জন করার জন্য বর্ধমান দু’নম্বর ব্লকের পক্ষ থেকে নবস্থা ১নং গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে আউসা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এদিন বেলা এগারোটার সময় মিছিল করা হয়। অভিযোগ মিছিল শেষে পঞ্চায়েতের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের কেক ও গ্লুকোন ডি দেওয়া হয়। অভিযোগ এই খাবার খেয়েই নাকি বেশ কিছু ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ছাত্র-ছাত্রীদের অসুস্থ হওয়ার খবর রটে যাওয়ার পরেই এলাকার বিভিন্ন গ্রাম থেকে গ্রামবাসীরা ও অভিভাবকরা ছুটে এসে উপপ্রধানসহ পঞ্চায়েতের কর্মীদের উপর হামলা চালায় ও পঞ্চায়েত অফিস ভাঙচুর করেন। ফলে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে পরে মেমারি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছয়। হামলাকারীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশ তাদের হটিয়ে দেয়। অসুস্থ ৬২ জন ছাত্র-ছাত্রীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদীপ্ত মাজিল্ল্যা, সেক্রেটারি অমল কুমার মাইতি এবং নির্মাণ সহায়ক কে গুরুতর অসুস্থ অবস্থায় অনাময় হাসপাতালে ভর্তি করা হয়। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপার ডা. তাপস ঘোষ শুক্রবার সন্ধ্যায় এই প্রতিবেদককে জানান, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে খাবারের বিষক্রিয়া থেকেই ছাত্র-ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। তবে অনেক অভিভাবক আতঙ্কিত হয়ে অনেক ছাত্র-ছাত্রীকে হাসপাতালে ভর্তি করেছেন। সকলেই সুস্থ আছেন বলে তিনি জানান। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিথ কুমার মালিক ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম অভিযোগ করেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ই এদিন হামলা চালায়। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি জানিয়েছেন তাঁরা। বর্ধমান ২নং ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার জানান দোষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে।