|
---|
মোথাবাড়ি, ৬ ই ফেব্রুয়ারি-
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র অনুপ্রেরণায় এবার জেলা প্রশাসন উঠে এসেছে গ্রামগঞ্জে। । সরকারের বিভিন্ন দপ্তরকে তুলে আনা হচ্ছে গ্রামে। তার জন্য শুরু হয়েছে একদিনের গ্রামীণ মেলা ‘মাটির টানে, গ্রামের পানে। ৬ ই ফেব্রুয়ারি বুধবার কালিয়াচক -২ ব্লকের ব্যবস্থাপনায় মোথাবাড়ি পি.ডব্লিউ. ডি ময়দানে এই মেলা অনুষ্ঠিত হয় । মেলার বার্তা ছিল ‘জনগনের সেবায়-জনগনের কাছে’ প্রশাসন। এই বার্তা নিয়ে এদিনের বর্নময় ও অভিনব মেলায় উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, এসডিও, এডিএম, জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মণ্ডল, কালিয়াচক ২ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রাহমান বিশ্বাস এবং শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ আব্দুল মজিদ মহাশয়। সেখানে ১০০ দিনের কাজ, মাছচাষ, রেশমচাষ, মুরগী পালন-সহ গ্রামোন্নয়ন মেলায় উপস্থিত উৎসাহী মানুষদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন, সমস্যার কথা শোনা হয়। মেলা মঞ্চ থেকে উপস্থিত জেলা প্রশাসনের আধিকারিকরা সেগুলোর উত্তর দেন। আগামীতে আরও উন্নত পরিষেবা ও সুবিধা দেওয়ার জন্য প্রশাসন তৎপরতার সঙ্গে কাজে নিয়োজিত রয়েছে। এদিন মঞ্চ থেকে ২০০ রও বেশি মানুষকে বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা, সুযোগ-সুবিধা প্রদান করা হয়। এই মেলায় মোট ১৮ টি বিভিন্ন সরকারি দপ্তরের স্টল করা হয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্প কন্যাশ্রী, রূপশ্রী, ১০০ দিনের প্রকল্প, মৎস্য, স্বাস্থ্য, আনন্দ ধারা, উৎকর্ষ বাংলা, মিশন নির্মল বাংলা, সবুজ সাথী-সহ বিভিন্ন স্টলগুলি ও বিভাগের মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হয় উদ্যোগতাদের পক্ষ থেকে ।