অসহায়, হতদরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন আজমল ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবি সংস্হা

নিজস্ব সংবাদদাতা , মোথাবাড়ি:

    কালিয়াচক-২ ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতে র 3 শতাধিক দুস্হ , অসহায়, হতদরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন আজমল ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবি সংস্হা । বুধবার
    উত্তর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েত সঃলগ্ন এলাকাতে দুঃস্থ দের শীতবস্ত্র কম্বল বিতরণ করা হল । মুলত উত্তর লক্ষ্মীপুর , হামিদপুর , রাজনগর গ্রাম পঞ্চায়েতের শতাধিক পরিবার সহ মোট তিন শতাধিক গরিব মানুষ এই কম্বল পায় । এই সেবামূলক কর্মসূচি প্রতি বছর গ্রহণ করা হয় । এবার ও বিভিন্ন এলাকায় কয়েক হাজার কম্বল বিতরণ করা হবে । এদিন প্রায় ৩০০ জন দুঃস্থকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হল।
    মুলত মোথাবাড়ি বিধানসভা র তৃণমূল কংগ্রেসের কো চেয়ারম্যান ও সমাজসেবী নজরুল ইসলামের উদ্যোগ ও পরিচালনায় আজমাল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয় । প্রায় ৩০০ জন দুঃস্থ পরিবারকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান সান্তারা খাতুন ।কালিয়াচক দুই নং ব্লকের কো চেয়ারম্যান তথা সমাজসেবী নজরুল ইসলাম জানিয়েছেন


    , “প্রতি বছর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় । এদিন এলাকার রাজনগর, হামিদপুর, উত্তর লক্ষীপুর এলাকার দুঃস্থ মানুষের হাতে এই কম্বল তুলে দেওয়া হয় । গোটা কালিয়াচক দুই নং ব্লকে আরো 4/5 টি ক্যম্প করা
    হবে । প্রায় হাজার পরিবারের হাতে দ্রুত শিবিরের মাধ্যমে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে ।