|
---|
নূর আহমেদ : খেলা হবে দিবস উপলক্ষ্যে এক দিবসীয় প্রীতি ফুটবল ম্যাচ মেমারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো। উদ্যোগ যুব কল্যান বিভাগ পশ্চিমবঙ্গ সরকার ও সহযোগিতায় মেমারি পৌরসভা। বুধবার দুপুর 3-30 নাগাদ মেমারি পৌরপ্রধান একাদশ বনাম মেমারি পৌর কর্মচারী একাদশ খেলাটি অনুষ্ঠিত হয়। মেমারি পৌর প্রধান একাদশ 3-0 গোলে মেমারি পৌর কর্মচারী একাদশকে হারায়। পৌরপ্রধান একাদশের পক্ষে সর্বচ্চো গোলদাতা সঞ্জয় কোরা (2) ও বিশ্বজিৎ মুর্মু (১) টি গোল করেন। পৌরপ্রধান একাদশের দলে পৌরপ্রধান নিজে বেশকিছুক্ষণ খেলে ছিলেন। পৌরপ্রধানের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। মাঠে উপস্থিত ছিলেন যুব কল্যাম দপ্তরের আধিকারিক।