বীর শহীদ সতপাল রাই -র মরদেহ বাগডোগরা বিমান বন্দরে পৌঁছানোর পর রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

নতুন গতি নিউজ ডেস্ক: বীর শহীদ সতপাল রাই -র মরদেহ বাগডোগরা বিমান বন্দরের আলফা জোনে আজ পৌঁছানোর পর বেঙডুবি সেনাছাউনিতে রাজ্য সরকারের পক্ষ থেকে তথা মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার নির্দেশে এই বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হলো । উপস্থিত ছিলেন গৌতম দেব শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতৃত্ব।গৌতম দেব জানান এই বীর সৈনিকের পাশে আমরা থাকবো সবসময় কথা দিলাম ভবিষ্যতে যেকোন দরকার হলে আমরা পাশে থাকবো। আগামীকাল এই বীর শহীদের নিজের বাড়ি তাকদাতে তার শেষকৃত্য সম্পন্ন করবার সময় রাজ্য সরকারের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানাতে আমি উপস্থিত থাকবো বলে জানালেন গৌতম দেব। এদিন সতপাল রাই এর মৃতদেহ এসে পৌছালে কান্নায় ভেঙ্গে পড়েন তার পরিজনেরা।