বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কর্মী সভা রসুলপুরে

নিজস্ব সংবাদদাতা, ইন্দাস : রবিবার,বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের জেলা সম্মেলনের প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হল। বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের রসুলপুর হাই মাদ্রাসার মিটিং হলে প্রস্তুতি সভাটি শুরু হয়। এদিনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির ভাষণে, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সেখ আজফার হোসেন বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার যেভাবে জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। সেই সঙ্গে পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে এসে দেশের একটি জনজাতিকে যেভাবে বঞ্চিত করতে চাইছে তা বিশ্বের একটি বৃহৎ গনতান্ত্রীক দেশের নাগরিক হিসেবে আমাদের লজ্জার বিষয়। তাই এই বিভেদ সৃষ্টিকারী বিলের বিরুদ্ধে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে একসাথে বিরোধীতা করতে হবে। এছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক শাহজাহান মিদ্যা, পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতীম সিংহ, কর্মাধ্যক্ষ নবকুমার পাল,সেখ হোসেন, আশিষ পাত্র,যুব সভাপতি জিয়ারুল হক, ব্লক সংখ্যালঘু সভাপতি সেখ আসগর আলী সহ বিশিষ্ট জন। এদিন জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় ২ শো কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন। সমগ্র সভাটি পরিচালনা করেন লুৎফর রহমান।