|
---|
সংবাদদাতা: সাহিত্য ভাবনা ও আলোচনার মাধ্যমে এনআরসি’র বিরুদ্ধে সরব হলেন সমাজের বিভিন্ন স্তরের বহু মানুষ। উদার আকাশ পত্রিকা ও হাওড়া দর্পণে’র উদ্যোগে শনিবার হাওড়া জেলার বাগনানে এই ভিন্নধর্মী অনুষ্ঠানটি হয়। জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি নিয়ে আলোচনায় অংশ নেন স্থানীয় বিধায়ক অরুণাভ সেন, বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, বিশিষ্ট শিক্ষাব্রতী আব্দুল মুজিদ, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মোশারফ হোসেন, শিক্ষাবিদ ভাস্কর চন্দ্র আদক, প্রবন্ধিক কাজি মাসুম আখতার প্রমুখ। বিদ্যাসাগর ও রোকেয়া বিষয়ে মূল্যবান বক্তব্য পেশ করেন গবেষক প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরেন উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক হাওড়া দর্পণের মুকিবুর রহমান।কেএফসি ট্রাস্টের পক্ষ থেকে ফারুক আহমেদকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ট্রাস্টের সভাপতি ওমর ফারুক খান ও বিধায়ক অরুণাভবাবু তাঁর হাতে মানপত্র ও স্মারক তুলে দেন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শ্যামল সেন। এদিন স্বরচিত এবং মনোজ্ঞ কবিতা পাঠ করে অনুষ্ঠানকে বর্ণময় করে তোলেন বিমল কুমার পাল, সৌমেন বিশ্বাস, শেখ মণিরুল হক, ভারতী চক্রবর্তী, নির্মল কর, মোহনলাল কাপড়ী, মধূসুদন নাগ, প্রণবেন্দু বিশ্বাস, সোনা বন্দ্যোপাধ্যায়, সৌরেন্দু শেখর বিশ্বাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিরুল ইসলাম চৌধুরি।বাগনান হাইস্কুলে আয়োজিত ওই অনুষ্ঠানে কেএফসি ট্রাস্টের ডাইরেক্টর মুখতার আহমেদ, চেয়ারম্যান সাজ্জাদ হাসান, সম্পাদক রেজাউল খান, সহ সম্পাদক মনজুর আহমেদসহ বহু মানুষ উপস্থিত ছিলেন। ছিল একদল ছাত্রছাত্রীও।এনআরসি বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবং সুস্থ্য সাহিত্য ও সংস্কৃতির প্রসারে ভবিষ্যতে রাজ্যের জেলায় জেলায় এধরনের আরও বহু অনুষ্ঠান আয়োজনের অঙ্গীকার করেছেন ‘উদার আকাশ’ সম্পাদক।