|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল: হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের যৌথ উদ্যোগে মঙ্গলবার রশিদাবাদ জিপি এলাকায় বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচীতে উপস্থিত থাকা হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ রিজিয়া সুলতানা নিজ হাতে দুস্থদের বস্ত্র তুলে দেন। এছাড়া এদিন উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের তৃনমুল ছাত্র পরিষদ ইউনিটের রাহাত আসগর ও বিশিষ্ট সমাজসেবীরা। জানা যায়, এদিন রশিদাবাদ জিপির পাঁচটি গ্রামের দুস্থদের চিহ্নিত করে তাদের হাতে শাড়ি, লুঙ্গি, ধুতি ও কম্বল তুলে দেন।