|
---|
সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌর সভার ২৬ নং ওয়ার্ডের গোদায় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কাঞ্চন কাজীর নেতৃত্বে এরআরসি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত জন সাধারণ কে গুজবে কান না দিতে অনুরোধ জানানো হয়। কাঞ্চন কাজী বলেন, দিদির সরকার আছে। এবং থাকবে। আর দিদি সরকারে থাকলে কারো হিম্মৎ নেই বাংলায় এনআরসি করে। আপনারা নিশ্চিত থাকুন বাংলায় এনআরসি হবে না। তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী শক্তি এ ব্যাপারে বাজার গরম করা কথা বলে মানুষকে ভিত সন্ত্রস্ত করতে চায়ছে। তৃণমূল নেতা কাঞ্চন কাজী বলেন, এই জন্য আপনাদের আশ্বস্ত করতে এসেছি যে, আপনারা এসব কথা শুনে ভয় পাবেন না। সভায় মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।