|
---|
খান আরশাদ, বীরভূম : শ্রী সত্য সাই সেবা সংঘ রাজনগর শাখার উদ্যোগে শ্রী শ্রী সত্য সাই বাবার ৯৪ তম জন্মদিন পালিত হল বীরভূমের রাজনগরে। শনিবার এই উপলক্ষে রাজনগর বড়বাজার দুর্গা মন্দির প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাম সংকীর্তন ও নগর পরিক্রমার মধ্য দিয়ে সাই বাবার জন্মদিনটি অত্যন্ত শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালন করেন সাই ভক্তরা । মধ্যাণ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় এবং বিকেলে দূস্থদের শীতবস্ত্র বিতরণ করা হল। এই উপলক্ষে শনিবার সন্ধ্যায় ভজন সংকীর্তনেরও আয়োজন করা হয়। শ্রী শ্রী সত্য সাই বাবার ৯৪ তম জন্মদিন উপলক্ষে এলাকার ৯৪ জন দূস্থ ব্যাক্তিকে কম্বল বিতররণ করেন সত্যসাঁই সংস্থার সদস্যরা। এই শীতের দিনে কিছুটা হলেও এইসকল দরিদ্র দূস্থ ব্যাক্তিদের কষ্ট লাঘব হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন সংস্থার বীরভূম জেলা কো-অর্ডিনেটর সবুজ বিশ্বাস,কনভেনার বিমল গঁরাই, দেবনাথ ঘোষ, কাকলী চ্যাটার্জ্জী, মনীষা বিশ্বাস, বিশ্বনাথ চৌধুরী, কৃষ্ণ গঁরাই, শুভজিৎ সিংহ সহ পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সত্যসাঁই সংস্থার সদ্যস্যরা।