|
---|
নবাব মল্লিক, পাথরপ্রতিমা: পাথরপ্রতিমা ব্লকের কয়ালের বাজারে বরুন বেরার মাছধরা ট্রলারের গতরাত্রে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায় মাছ ধরার কাজ শেষ করে গতকাল সন্ধ্যায় ট্রলারটি ঘাটে বেঁধে রেখে সবাই বাড়ি চলে যায়। রাত্রি সাড়ে নটার দিকে চিৎকার-চেঁচামেচিতে মালিক বরুন বেরা জানতে পারে তার ট্রলারে আগুন লেগেছে। এলাকার মানুষ দৌড়ে এসে জল দিয়ে নেভানোর চেষ্টা করছে। টেলিটক করা দৌড়ে আসেন রাত্রি বারোটা নাগাদ ট্রলারটি নিভানো সম্ভব হয়। ততক্ষণে সবশেষ, অধিকাংশ পুড়ে যায় এমনকি ট্রলারে থাকা মাছ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কিভাবে আগুন লাগল সে ব্যাপারে কেউ কথা বলতে রাজি নয় তবে মালিক জানায় নৌকাতে আগুন লাগার কোন কারনে নেই। কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়।