শাসনে দুয়ারে সরকার ক্যাম্পে রক্তদান কর্মসূচি

ইসরাফিল বৈদ্য,শাসন : উত্তর ২৪ পরগনা জেলার বারাসত-২ ব্লকের শাসন পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে রক্তদান শিবিরের অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল নজরকাড়া।কেন তিনি এই ধরনের উদ্যোগ নিলেন? এই প্রশ্নের উত্তরে উদ্যক্তরা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে তার গুরুত্ব সম্পর্কে মতামত প্রকাশ করতে গিয়ে বলেছিলেন এই ধরনের ক্যাম্পে বহু সাধারণ মানুষ নানা প্রয়োজনীয় পরিষেবা নিতে আসেন। সেখানে একটি রক্তদান শিবিরের আয়োজন করলে সাধারণ মানুষ রক্তদান শিবিরের গুরুত্বের কথা বুঝতে পেরে নিজেদের মহামূল্যবান রক্তদান করার সুযোগ পাবে।এর ফলে শীতকালে ব্লাড ব্যাংক গুলিতে যে রক্তের ঘাটতি দেখা দেয় তা পূরণ হতে পারে অনেকটা। মুখ্যমন্ত্রীর সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতেই দুয়ারে সরকার ক্যাম্পে এই রক্তদান শিবিরের আয়োজন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রাজ্য জুড়ে শুরু হয়েছে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প।আর সেই মতো শাসন ইউনিয়ন হাই স্কুল মাঠে আয়োজন করা হয় দুয়ারে সরকার ক্যাম্প। শনিবার উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী শ্রী শম্ভুনাথ ঘোষ, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সহ-সভাপতি মেহেদী হাসান, সমষ্টি উন্নয়ন আধিকারিক শেখর সেন, ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরিত মল্লিক, স্থানীয় প্রধান মৌসুমী ঘোষ, উপপ্রধান জিয়াউল জনপ্রতিনিধি মমতা সরকার,সাহাবুদ্দিন আলি, হাফিজুর ইসলাম সহ বিশিষ্টজনেরা।