মঙ্গলকোটে ভলিবল প্রতিযোগিতায় জয়ী মহাকাল মাহাতা

পারিজাত মোল্লা, মঙ্গলকোট : ভারতবর্ষের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালডাঙ্গা ক্রীড়াঙ্গন স্পোর্টস একাডেমির উদ্যোগে এবং মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জির সহায়তায় ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয় মঙ্গলকোটের লালডাঙ্গা ময়দানে । পূর্ণ উদ্যোগ নিয়ে পরিপূর্ণ গ্যালারি ভর্তি দর্শকদের উপস্থিতিতে টানটান উত্তেজনায় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন হয় । আটটি দল বিশিষ্ট খেলায় ফাইনালে মুখোমুখি হয় মহাকাল মাহাতা সংঘ এবং লালডাঙ্গা স্পোর্টস একাডেমি । মহাকাল মাহাতা সংঘ ২-১ সেটে জিতেছে । জয়ী এবং রানার্স দলকে নগত অর্থ ও ট্রফি তুলে দেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী এবং মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি । খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দেরকে মেডেল দিয়ে সম্মান জানানো হয় ।মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি জানান-” পুলিশ মানেই মানুষের বন্ধু । ৭৭ তম স্বাধীনতা দিবসে সকল শ্রেণীর মানুষকে একই ছাতার তলায় নিয়ে এসে একে অপরের মধ্যে আন্তরিকতা বিনিময়ের চেষ্টা আমাদের লক্ষ্য । খেলায় হার-জিত থাকে । খেলা সকলের মধ্যে আন্তরিকতার মেলবন্ধন ঘটায় । সেই মেলবন্ধন গঠন হলে আমরা সার্থক “।উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার,স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী, আইসি পিন্টু মুখার্জি মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশচন্দ্র বারুই, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্য সহ এলাকার ক্রীড়াপ্রেমিরা।