|
---|
সংবাদদাতা : জামালপুর ব্লক অফিসের পক্ষ থেকে আজ একটি প্লস্টিক বর্জন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা চক্রে সমস্ত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে জামালপুর পুলমাথা থেকে একটি রেলী করা হয় ব্লক অফিস পর্যন্ত। রেলী থেকেই সব দোকানে দোকানে গিয়ে একবার ব্যবহার করা যাবে এমন প্লাস্টিক যেনো ব্যবহার না করে সেই সম্পর্কে বোঝানো হয়। রেলীতে পা মেলান বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, জয়েন্ট বিডিও অরিন্দম জানা, পূর্ত কর্মাধক্ষ্য ভূতনাথ মালিক, সাহাবুদ্দিন মন্ডল, সুনীল ধারা, শ্রীমন্ত সাঁতরা, পূর্ণিমা মালিক, শিপ্রা ওঝা সহ অন্যান্যরা।