বাংলা সংস্কৃতি মঞ্চের দ্বিতীয় বর্ষ অতিক্রান্ত হল

বাংলা সংস্কৃতি মঞ্চের আবেদন

    আপনাদের সহযোগিতায় আজ #বাংলা_সংস্কৃতি_মঞ্চের পথচলার দুই-বৎসর পূর্ণ হলো।রবীন্দ্রনাথ এবং নজরুলের আদর্শকে সামনে রেখে #সাম্প্রদায়িক_সম্প্রীতি কে বজায় রাখা ই ছিল এই মঞ্চের মূল উদ্দেশ্য । বাংলার মানুষকে আমরা আমাদের “ঐতিহ্য পূর্ণ ” সম্প্রীতির সংস্কৃতির কথা আবার মনে করিয়ে দিতে চাই।ভবিষ্যতে পঃবঙ্গে যেখানেই অশান্তির ছায়া নেমে আসবে,সেখানেই আমরা শান্তিপূর্ণ সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হব।পাশাপাশি ধর্ষণ সহ বিভিন্ন নারীনির্যাতনের মতো অন্যায় এর বিরুদ্ধে আমরা বার বার সোচ্চার হব।
    আমাদের মঞ্চের পূর্বতন কাজের কিছু সংক্ষিপ্ত বিবরণ দিলাম—–
    1)ধূলাগড় এর দাঙ্গা বিধ্বস্ত এলাকায় অত্যন্ত অস্থির সময়ে আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদেরকে নিয়ে মৈত্রী স্থাপনের উদ্দেশ্যে একটি রাখিবন্ধন অনুষ্ঠান করি।

    2)বসিরহাট এর দাঙ্গা বিধ্বস্ত এলাকায় ও আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে নিয়ে একটি রাখিবন্ধন অনুষ্ঠান করি।

    3)রাজস্থানে খুন হয়ে যাওয়া বাঙালি শ্রমিক আফরাজুল কে ন্যায় দিতে আমরা কলকাতা সহ বিভিন্ন জেলায় শান্তি মিছিল করি।

    4) পঃবঙ্গের বর্ধমানের কালনার একটি গ্রাম থেকে মহারাষ্ট্রে কাজের খোঁজে যাওয়া এবং আইনি প্যাঁচে সেখানে আটকে পড়া শ্রমিকদের মুক্তির জন্য আমরা উচ্চতর আধিকারিকদের কাছে দরবার করে তাদেরকে ফিরিয়ে আনতে সদর্থক ভূমিকা নিয়েছি।

    5)বহু বাঙালি শ্রমিক ভাগ্যের পরিহাসে সূদুর আজারবাইজানে দীর্ঘদিন বন্দি ছিলেন।বহু পরিশ্রম এবং লড়াই এর মাধ্যমে তাদেরকে ও আমরা দেশে ফেরাতে সদর্থক ভূমিকা নিয়েছি।

    6)আসানসোল -রাণিগঞ্জ এ দাঙ্গা চলাকালীন শান্তির দাবি জানিয়ে আমরা কলকাতায় একটি #অকাল_রাখিবন্ধন অনুষ্ঠান করি।

    7)কাশ্মীর এর কাঠুয়ায় আট বৎসরের বাচ্চার উপর নৃশংস গণধর্ষণ এবং উঃপ্রদেশের উন্নাও এর কিশোরী কে ধর্ষণ এবং তার বাবাকে খুন এর প্রতিবাদে আমরা কলকাতা এবং বিভিন্ন জেলাতে শান্তি মিছিল করি।

    8) মালদহ জেলার কালিয়াচক এ প্রতিবেশীর হাতে ধর্ষিতা হয় একটি পাঁচ বছরের শিশু,সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিই আমরা।

    9)মালদহের বৈষ্ণবনগর এলাকায় অ্যাসিড আক্রমণে মৃত এক লড়াকু তরুণীর পরিবারের পাশে ও দাঁড়িয়েছে আমাদের মঞ্চ ।

    10)সম্প্রতি বাইরে কাজ করতে গিয়ে আটকে পড়েন কয়েকজন বাঙালি শ্রমিক।তাদের ফিরিয়ে আনতে আবার ও হাত বাড়ায় আমাদের মঞ্চ ।

    11)ট্রেনে হেনস্থা এবং শারীরিক নিগ্রহের শিকার জামাল মোমিন এর চিকিৎসা সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে বাংলা সংস্কৃতি মঞ্চ ।

    12)রাজস্থান এ কাজের খোঁজে গিয়ে হিন্দুত্ববাদী সন্ত্রাসের শিকার হন আফরাজুল।আমাদের মঞ্চ তার পরিবারের পাশে দাঁড়িয়েছে।

    13) অসহায়, মানসিক ভারসাম্য হীন তরুণী চিকিৎসা করাতে এসেছিলেন কলকাতার এস এস কে এম এ,দুষ্টচক্রের হাতে পড়ে তিনি পাচার হয়ে যান বিহার এর এক যৌনপল্লিতে।প্রাণ লড়িয়ে তাঁকে ফিরিয়ে আনি আমরা এবং পরবর্তী তে তার চিকিৎসার দায়িত্ব ও নিই।

    14 )সম্প্রতি ফ্যাসিবাদ এর বিরুদ্ধে বিদ্বজ্জন দের নিয়ে একটি বিশাল মিছিলের আয়োজন এ অংশগ্রহণ করি আমরা।

    15) সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিবছর ই আয়োজন করি আমরা অকাল রাখিবন্ধন এর।

    16)পুলওয়ামা তে নিহত সৈনিক দের আত্মার শান্তি কামনায় আমরা কলকাতা সহ বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ মৌন অবস্থান এর আয়োজন করি।

    17) এনআরসি তালিকা থেকে বাদ যাওয়া সহনাগরিকদের পাশে দাঁড়িয়ে থেকে করি পরপর প্রতিবাদ সভা।

    আপনাদের সহযোগিতায় আরো অনেক কাজের মধ্য দিয়ে এগিয়ে চলেছি আমরা।

    ☆☆☆রবীন্দ্র -নজরুল -রামকৃষ্ণের আদর্শের স্থান আমাদের এই বাংলা,এখানে জাতিবিদ্বেষের কোন ঠাঁই নেই। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি,নূতন প্রজন্ম আমাদের এই সম্প্রীতির ইতিহাস কে ভুলে যাচ্ছে,আমরা তাদেরকে আমাদের বাংলার চিরন্তন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আবার মনে করাতে চাই। কারণ–
    #বাংলার_সংস্কৃতি_বাংলার_গর্ব