|
---|
সেখ সামসুদ্দিন : ১৮ জুলাই, আজ জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খানের নির্দেশে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি হিসেবে প্রত্যেক অঞ্চলের যে প্রস্তুতি মিছিলের আয়োজন করা হয়েছে আজ তার একাদশ মিছিল।পাঁচড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাঁচড়া ইটভাঁটা থেকে কিষাণমানডি বাজার পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও ২১ শে জুলাই ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা শহীদ স্মরণ সভা উপলক্ষে এক মহামিছিলের আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, জামালপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, পাঁচড়া অঞ্চলের প্রধান লালু হেমব্রম, উপপ্রধান বিকাশ পাকড়ে, পাঁচড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা জয়দেব দাস, তৃণমূল কংগ্রেস নেতা অশোক দাস, অঞ্চলের প্রত্যেকে বুথ থেকে আসা প্রায় ৩৭০০-৩৯০০ তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী সহ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য সহ সক্রিয় কর্মীরা।