মণিপুরের নৃশংস ঘটনার প্রতিবাদ দিকে দিকে

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি : মনিপুরের নারী নিগ্রহের নির্লজ্জ,নৃশংস ঘটনার প্রতিবাদ হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। এই নারকীয় ঘটনায় স্তম্ভিত দেশের মানুষ। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন সদর্থক পদক্ষেপ দেখা যায়নি। ফল স্বরূপ ইতোমধ্যে সরকার বিরোধী জোট ইন্ডিয়ার পক্ষ থেকে কুড়ি সদস্যের প্রতিনিধিদল মনিপুর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ২৭শে জুলাই ২০২৩ উত্তর ২৪ পরগনার বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল পথে নামে। ধিক্কার জানানো হয় কেন্দ্রীয় সরকারের নির্লজ্জ নীরবতাকে। বাদুড়িয়া বাস স্ট্যান্ড থেকে চৌমাথা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল হয়। অন্যদিকে বারাসাত কলোনি মোড়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পথ অবরোধ করে। পথে নামে মানুষ হাবড়া ,দেগঙ্গা প্রভৃতি স্থানে।