মণিপুরের ঘটনায় তৃণমূল আইনজীবী সেলের প্রতিবাদ মিছিল

পারিজাত মোল্লা : শুক্রবার বিকেলে কলকাতার রাজপথে মণিপুরের নারকীয় ঘটনাপ্রবাহ ও নৃশংসতার প্রতিবাদে ধিক্কার জানিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের উদ্যোগে এক প্রতিবাদ সভা হয়।কলকাতা হাইকোর্টের সূর্য সেন ও ক্ষুদিরামের মূর্তি থেকে ময়দানের গান্ধী মূর্তির পাদদেশ অবধি আইনমন্ত্রী ও রাজ্য তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মলয় ঘটক এর নির্দেশে শতাধিক তৃণমূল আইনজীবীদের প্রতিবাদ মিছিল হয়l মণিপুরের সাধারণ মানুষের প্রতি সংহতির অঙ্গীকার নিয়ে মিছিলে পা মিলিয়ে গান্ধী মূর্তির পাদদেশে মানব বন্ধন করা হয়। প্রতিবাদ মিছিলের সূচনা করেন তৃণমূল কংগ্রেস এর বিধায়ক ও ‘বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে’র চেয়ারম্যান অশোক কুমার দেব। মিছিলে নেতৃত্বে দেন তরুণ চ্যাটার্জি ( আহবায়ক, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল)। প্রতিবাদকারী আইনজীবী সঞ্জয় বর্ধন জানান – ”মনিপুরের ঘটনা সারা দেশের কাছে লজ্জা “।