কলেজ শিক্ষককে হেনস্থার প্রতিবাদে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি হেতমপুর কলেজে

নিশির কুমার হাজরা, বীরভূম। সম্প্রতি প্রশাসনের কর্মকর্তাদের ভবন চত্বর এর ভিতর বোমাবাজির ঘটনা ঘটে গেল বীরভূমে ! প্রশাসন ব্যবস্থা আর যাই হোক গত এক মাসে তিন পুলিশ অফিসার কে সাসপেন্ড করেছেন সঠিক দায়িত্ব পালনের গাফিলতির কারণে! কিন্তু জাতির মেরুদন্ড হলো শিক্ষা! সেখানেও যদি বোমাবাজির মত আতঙ্ক ও অপমান কর ঘটনা ঘটে! তাহলে মানুষের আর মনুষ্যত্ব কোথায়? একই কলেজের ছাত্র হয়ে ওই কলেজের শিক্ষক কে চরম হেনস্তার অভিযোগ উঠেছে বীরভূমের হেতমপুর কলেজে!

    গত ৩০ জুলাই ২০১৯ ক্লাসে পাঠদান রত শিক্ষক ডক্টর তপন গোস্বামী মহাশয় কে একদল ছাত্র সংঘবদ্ধ হয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই চরম হেনাস্থা করে বলে ওই কলেজের শিক্ষকমন্ডলীর অভিযোগ।

    ফলত, ওই কলেজের সমস্ত শিক্ষক ও কলেজের অধ্যক্ষ মহাশয় একটি জরুরী মিটিং এ সম্মিলিত ভাবে ওই ঘটনার তীব্র নিন্দা করেন বলে জানা গেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ৩১ জুলাই ওই কলেজের শিক্ষক মন্ডলী সহ কলেজ কর্মী সকলেই একটি প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছিলেন।

    ওই কলেজের শিক্ষক সংবাদমাধ্যমকে জানান, ঘটনাটিকে আমরা একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছি না! কারণ নানা সময়ে ভর্তি প্রক্রিয়া চলাকালীন ও এমন কি পরীক্ষা চলার সময়েও ওই ছাত্রদের একজাতীয় অবাঞ্ছিত হস্তক্ষেপ লক্ষ্য করা গেছে বারবার ! এই ররুপ লাগাতার অনধিকার চর্চা, ঔদ্ধত্য এবং অকারণ হেনস্থার প্রতিবাদে আমাদের এই গণতান্ত্রিক রীতি সম্মত প্রতীকী প্রতিবাদ।