|
---|
নতুন গতি ডেস্ক, কলকাতা:
কাশ্মীরে জঙ্গি হন আর মাত্র কয়েকদিন পর পাকিস্তানের বালুচিস্তান নামক স্থানে এক জঙ্গি হানায় ৯ সেনা কর্মী নিহত হন।ঘটনাটি ঘটে গত শনিবার,টরবাট এবং পাঞ্জুর এর মধ্যবর্তী স্থানে।
ঘটনাটি টির দায়ভার নিয়েছে বালোচ রাজি আজোয় সানগার(বি.আর.এ.এস) নামক একটি জঙ্গি সংগঠন।সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসার মাত্র কয়েক ঘণ্টা আগে ঘটনাটি ঘটে।