|
---|
মালদা: মোথাবাড়িত বিধায়ক সাবিনা ইয়াসমিনের নেতৃত্ব সবুজ বাচাও সবুজ জাগাও কর্মসূচি পালন হলো। মোথাবাড়ি চৌরঙ্গীমোর এলাকায় পথচারিদের হাতে বিভিন্ন গাছ বিতরনের মধ্যে দিয়ে এই কর্মসূচি পালন হয়।
২০০০ পথচারী কে বিভিন্ন গাছ বিতরণ করা হয়। মুলত এদিন শিশু মেহেগুনী শাল দেবদারু সহ বিভিন্ন গাছ বিতরণ করা হয়। এদিন বিধায়ক সাবিনা ইয়াসমিন ছাড়াও গাছ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোথাবাড়ি থানার ও সি সোমজিৎ মল্লিক ও ব্লক কংগ্রেসের নেতা বিশ্বনাথ সাহা জিরাতুল আহমেদ ও হেসামুদ্দিন আহম্মদ অনেকেই। মোথাবাড়ি বিধানসভার বিধায়ক সাবিনা ইয়াসমিন জানিয়েছেন ” মুখ্যমন্ত্রীর উদ্যোগ গোটা রাজ্যে সবুজায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবুজ সংরক্ষণ করতে এই কর্মসূচি। আগামী তে তৃনমুলের সমস্ত কর্মীরা গ্রাম গঞ্জে ছড়িয়ে গিয়ে সবুজায়নের রক্ষার্থে নানা উদ্যোগ গ্রহণ করবে।”