বীরভূমের রাজনগর মহাবিদ্যালয়ে জেলা পুলিশ তথা স্থানীয় থানার তরফে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ বিষয়ক সচেতনতা শিবির

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: রাজনগর মহাবিদ্যালয়ে জেলা পুলিশ ও রাজনগর থানার তরফে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ বিষয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় আজ বৃহস্পতিবার৷ পুলিশ প্রশাসন বিভাগের পক্ষ থেকে আধিকারিকরা যেমন উপস্থিত ছিলেন ঠিক তেমনি কলেজের অধ্যাপক সহ অন্যান্যরা হাজির ছিলেন এদিন৷ কলেজের ছাত্র ছাত্রীরাও উক্ত শিবিরে অংশ গ্রহণ করেন৷ এমন শুভ উদ্যোগ ও প্রয়াসকে স্বাগত জানান এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকবৃন্দ৷

    রাজনগর ব্লকের অন্তর্গত খোদাইবাগ গ্রাম লাগোয়া রাজনগর মহাবিদ্যালয়ে আয়োজিত পথ নিরাপত্তা সংক্রান্ত উক্ত সচেতনতা শিবিরে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, এস আই সন্তোষ কুমার জানা, অন্যান্য আধিকারিক, অধ্যাপক, শিক্ষাকর্মী তথা কলেজের শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীরা৷ কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো৷ বিশিষ্ট বক্তারা তাঁদের মূল্যবান বক্তব্যে সংশ্লিষ্ট বিষয়ে সকলকে এবং বিশেষ করে যুবসমাজকে সচেতন করেন৷ যতটা সম্ভব আগামী দিনগুলিতে পথ দুর্ঘটনা কমানোর লক্ষ্যে সকলকে ট্রাফিক আইন যথাযথ ভাবে মেনে চলার আবেদনও জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে৷ এই ধরণের শিবিরে অংশ নিতে পেরে খুশি কলেজ পড়ুয়ারা৷ তাঁরা বলেন, এর মাধ্যমে অনেক জরুরী বিষয়ে আমরা জানতে পেরে নিজেরা সমৃদ্ধ হলাম৷ এমন শুভ প্রয়াসের জন্য উদ্যোক্তা, আয়োজক তথা ব্যবস্থাপকদের ধন্যবাদ জ্ঞাপন করেন অভিভাবক থেকে বাসিন্দা সকলে৷