|
---|
সেখ রিয়াজ উদ্দিন, নতুন গতি, বীরভূম: বিঙ্গান সম্পর্কে আগ্রহী করতে এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে খয়রাশোল এলাকার সমস্ত স্কুলের ছাত্র ছাত্রী দের নিয়ে ENTER SCHOOL QUIZ COMPETITION BASED ON ENVIRONMENT CONCIOUSNESS OF S IENCE আয়োজন করা হয় আজ। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা খয়রাশোল ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ের বিঙ্গান বিভাগের শিক্ষক সৌমেন মুখার্জী। আজকের অনুষ্ঠানে মোট ৭০ জন্য ছাত্রছাত্রী অংশগ্রহন করে। বিঙ্গান ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যুইজ প্রতিযোগিতায় ছাত্র ছাত্রী মধ্যে দারুন উৎসাহ লক্ষ্য করা যায়।চ্যাম্পিয়ন ও রানার্স আপ দের পুরষ্কৃত করা হয়। আন্ত বিদ্যালয় ক্যুইজ প্রতিযোগিতার আজকের অনুষ্ঠানে উপস্হিত ছিলেন খয়রাশোল বি ডি ও সঞ্জয় দাস, শিক্ষক তরুন তপন ব্যানার্জী সহ অন্যান্য শিক্ষকগন। ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল ছাত্রছাত্রীদের একটি করে চারা গাছ দেওয়া হয়।