জীব সেবাই শিব সেবা

“জীব সেবাই শিব সেবা”
অর্থাৎ যে ব্যক্তি কেবল শিব দর্শন করে, তাহার অপেক্ষা যে ব্যক্তি জাতি ধর্মনির্বিশেষে একটি দরিদ্রকেও শিববোধে সেবা করে, তাহার প্রতি শিব অধিকতর প্রসন্ন হন।
এই চিন্তাভাবনায় অনুপ্রাণিত হয়ে “BM ফাইন আর্ট অ্যান্ড কালচার” ২৯/০৮/২০১৯ তারিখ বৃ্হস্পতিবার পিছাবনী,উত্তর শীতলা দুর্গামন্দির প্রাঙ্গনে উদ্যোগ নিয়েছিল এক বিরাট স্বাস্থ্য শিবিরের। এই শিবিরে অত্যাধুনিক পদ্ধতিতে চিকিৎসা করা হয়।এমনকি মহিলাদের জন্য মহিলা ডাক্তার দ্বারা চিকিৎসা ব্যবস্থা ছিল। যেখান থেকে রোগীরা প্রয়োজনীয় ঔষধ শিবিরের থেকে কম মূল্যে কিনে নিতে পারবেন। অসহায়,দুস্থ মানুষদের সেবা করার,তাদের নিস্তরঙ্গ জীবনে যতটা সম্ভব নিজেদের হাতটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল এই “BM ফাইন আর্ট অ্যান্ড কালচার”।
BM ফাইন আর্ট অ্যান্ড কালচার এর কর্ণধার চিত্র শিল্পী বিষ্ণু মাইতি জানিয়েছেন যে আগামী দিনে শুধু এই কয়েকজন নয়, যাতে আরও অনেক বেশি গরীব মানুষদের সঠিক চিকিৎসার জন্য আরো বড় বড় পদক্ষেপ নেওয়া যায় সে ব্যবস্থা তিনি করবেন। তিনি আরও বলেন যে, এমন অনেক মানুষ আছেন যারা এখনও সঠিক ভাবে চিকিৎসা করাতে পারে না, তাদের ভালো রাখার জন্য বিশেষ কিছু পদক্ষেপ নিতে চলেছি আগামী দিনে ।যে অঙ্গীকার গুলো রয়েছে তাতে করে আমরা আরো অনেক দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারবো।
এছাড়াও BM ফাইন আর্ট অ্যান্ড কালচার দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে কখনো বস্ত্র, আবার কখনো শিক্ষা সামগ্রী, আবার কখনো রক্তের প্রয়োজন মেটাতে রক্ত দান, পরিবেশ বাঁচাতে বৃক্ষ দান ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালনের মাধ্যমে। এছাড়াও মহিলাদের স্বনির্ভরতার লক্ষে বিনামূল্যে হস্ত ও কুটিরশিল্পের প্রশিক্ষণ, আর্ট অ্যান্ড কালচার এর প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছেন এই “BM ফাইন আর্ট অ্যান্ড কালচার “।
আমরা অনুরোধ করবো আগামী দিনগুলোতেও আপনারাও যাতে এই মহান কাজে ব্রতী হন।জয় হোক মানবতা বোধের। কারন…
“মানুষ মানুষের জন্যে,
জীবন জীবনের জন্যে,
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?”