BM ফাইন আর্ট অ্যান্ড কালচার এর উদ্যোগে ক্যাম্প

নতুন গতি: BM ফাইন আর্ট অ্যান্ড কালচার এর উদ্যোগে International Sea Side Art Camp এর লক্ষ্য ছিল দেশ ও বিদেশ সবার সমন্বয়ে এক নতুন সংস্কৃতি এবং নতুন শিল্পের প্রসার ঘটানো।
গ্রাম বাংলার ঘরের দালানে প্রচুর শিল্পী আছেন, যারা অনেক প্রতিভাধর, অনেক সৃজনশীল কাজ করে চলেছেন। তঁাদেরকে প্রচারের আলোয় আনতে গেলে আমাদের কে বিশেষ কিছু পদক্ষেপে নিতে হবে।সেই কর্মকান্ডকে রূপায়িত করার লক্ষে BM ফাইন আর্ট অ্যান্ড কালচার এই বছর 23/01 /2019 ওল্ড দিঘার সমুদ্র সৈকতে তিন দিন ব্যাপী আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী ও কর্মশালার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। রাশিয়া, ফ্রান্স, গ্রীস, নেপাল বাংলাদেশ, ভুটান, জাপান ইত্যাদি স্থান থেকে বহু গুণীজন এসেছিলেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক ডঃ রশ্মি কমল, রাশিয়ার প্রেসিডেন্ট পুরস্কার প্রাপ্ত ভিটালি ভাসিলেভ, ইরিনা, শ্যামসুন্দর যাদব, shryansy Manu, লেখক পৃথ্বীরাজ সেন,মহকুমাশাসক শুভময় ভট্টাচার্য , সমাজসেবী মির মামরেজ আলি, মির লার আলি, সুশান্ত পাত্র সহ প্রমুখ ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা শাসক ডঃ রশ্মি কমল।

    অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী শিল্পী জগন্নাথ প্রধান, দেবাশীষ। এছাড়াও রাজকুমার পন্ডা, নীলকান্ত মন্ডল, শ্যামল শিকদার,ভীষ্ম সাহানি , শনু গুপ্ত আরো অনেকে।
    প্রতিবন্ধী থেকে শুরু করে পিছিয়ে পড়া মানুষদের পথের দিশা দেখিয়ে বোঝানো হয়েছে যে চিত্র শিল্পী হয়েও অনেকটা স্বচ্ছল জীবন যাপন করা যায।সেই স্বচ্ছল জীবন যাপন করার তাগিদে তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে, রঙ তুলিটা হাতে তুলে নিয়ে অংকন করতে হবে। এই চিন্তা ভাবনা গুলোকে সামনে রেখে “BM ফাইন আর্ট অ্যান্ড কালচার “এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন। তাতে আমাদের দেশের এবং বিদেশের অনেক চিত্র শিল্পীরা আসেন। ভারত এবং ভারতের বাইরের অনেক বন্ধু দেশের শিল্পীর সংমিশ্রনে একটা আলাদা ধরনের মেল বন্ধন তৈরি হয়। আর সেখান থেকেই আজ ব্যাঙ্গালোরে প্রবাসী বাঙালি বাবুন ঘোষ, খড়্গপুরের জয়ন্ত বর্মন, কলকাতার মনিষা দাস , মুম্বইয়ের আকাশ পারখান্ডে এবং বাংলাদেশের নার্গিস সোমা রাশিয়া পাড়ি দিলেন। তঁাদের রাশিয়া পাড়ি দেওয়ার সূত্র কিন্তু এই” BM ফাইন আর্ট অ্যান্ড কালচার “-এর International Sea Side Art Camp। আজ সেই “BM ফাইন আর্ট অ্যান্ড কালচার”আমাদের দেশকে কে উপস্থাপন করার জন্য রাশিয়া তে উপস্থিত হয়েছেন ।
    সেন্ট পিটার্সবার্গ সেন্টার অফ হিউমেনিটিরিয়ান প্রোগ্রাম্স আয়োজন করেছে এক আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী । সেখানে ভারত থেকে ১২ জন সহ নেপাল,বাংলাদেশ,জাপান,গ্রিস,রাশিয়া,ইটালি,ফ্রান্সের
    মোট ১৫০ জন শিল্পী অংশ নিয়েছেন। ভিটালি ভাসিলেভ এর আয়োজক ।এটা জুন থেকে শুরু হয়েছে । রাশিয়ার দর্শনীয় মোট ১৩ টি জায়গাতে এই আর্ট ক্যাম্প হবে । আগস্টের ২০ তারিখ থেকে অক্টোবর এর ২ তারিখ অবধি মোট ৭ টা জায়গায় এই প্রজেক্ট রয়েছে।

    BM ফাইন আর্ট অ্যান্ড কালচার এর কর্ণধার চিত্র শিল্পী বিষ্ণু মাইতি জানিয়েছেন যে আগামী দিনে শুধু এই কয়েকজন নয়, যাতে আরও অনেক শিল্পী এই কর্মকান্ডে সামিল হতে পারেন তার সুব্যবস্থা করব। তিনি আরও বলেন যে, এমন অনেক শিল্পী রয়েছেন হয়তো যাদেরকে আমরা এখনও সঠিক ভাবে চিনতে পারিনি, তাদেরকে সেই প্রচারের আলোয় আনার জন্য আগামী দিনে যে সমস্ত পদক্ষেপ রয়েছে আমাদের, যে অঙ্গীকার গুলো রয়েছে তাতে করে আমরা আরো অনেক শিল্পী কে দেশ বিদেশে পাঠাতে পারবো।
    এছাড়াও বি এম ফাইন আর্ট অ্যান্ড কালচার দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে কখনো বস্ত্র, আবার কখনো শিক্ষা সামগ্রী, আবার কখনো রক্তের প্রয়োজন মেটাতে রক্ত দান, পরিবেশ বাঁচাতে বৃক্ষ দান ও বৃক্ষরোপন কর্মসূচী পালনের মাধ্যমে।এছাড়াও মহিলাদের স্বনির্ভরতার লক্ষে বিনামূল্যে হস্ত ও কুটিরশিল্পের প্রশিক্ষণ,আর্ট অ্যান্ড কালচার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছেন এই বি এম ফাইন আর্ট অ্যান্ড কালচার।