|
---|
সামিম আহমেদ, নতুন গতি, কোচবিহার: দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্টের অচল অবস্থা কাটাতে বাংলার চারটি সরকারি হ্যোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজর ছাত্রসংগঠন ও জুনিয়র ডাক্তাররা।ওয়েলনেস ক্লিনিক খোলা হবে এবং সেখানে ১০% আয়ুস থেকে নিয়োগ করতে হবে।
দিল্লিতে আয়ুশ ভবনে কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রকের সাথে মিটিং করেন। ডাঃ রাজেশ কোটেচা(আয়ুশ সেক্রেটারির) জানান তাদের কে কমিউনিটি হেলথ্ অফিসার এবং ওয়েলনেস ক্লিনিকে তাদেরকে নিয়োগ করা হবে।প্রতিনিধি জুনিয়র ডাক্তার অরিজিৎ মান্না জানিয়েছে, “দীর্ঘদিনের অচল অবস্থা হয়তো এবার কাটতে চলেছে”।